আইন বিষয়ক উপ-কমিটির সদস্য হলেন ব্যারিস্টার অরুনাভ দাশ শুভ্র
প্রকাশিত : ০৬:০৯ অপরাহ্ণ, ২৮ ডিসেম্বর ২০২০ সোমবার ৩৫ বার পঠিত
এম সাইফুল ইসলাম, বরগুনা:
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় আইন বিষয়ক উপ-কমিটির সদস্য হলেন ব্যারিস্টার অরুনাভ দাশ শুভ্র।
২০১৯-২০২১ মেয়াদে বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক উপ-কমিটি গঠিত হয়েছে। রোববার (২৭ ডিসেম্বর) আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই উপ-কমিটির অনুমোদন দেন।
বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইউসুফ হোসেন হুমায়ুনকে চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক কাজী নজিবুল্লাহ হিরুকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়েছে। এবারের কমিটিতে দেশের আইন অঙ্গনের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ব্যক্তিদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
কমিটিতে অন্তর্ভুক্ত হওয়া ব্যারিস্টার অরুনাভ দাশ শুভ্র সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুনের চেম্বার অ্যাসোসিয়েট হিসেবে দীর্ঘদিন ধরে কর্মরত থাকার পাশাপাশি লন্ডন কলেজ অফ লিগ্যাল স্টাডিজ (নর্থ) এর আইন বিভাগের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বঙ্গবন্ধু আওয়ামী ব্রিটিশ ল স্টুডেন্টস ইউনিয়নের একজন উপদেষ্টা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আইন সম্পাদক, এবং সাউথ অ্যাসিয়ান লইয়ার অ্যাসোসিয়েশনের প্রাক্তন যুগ্ম সম্পাদক ব্যারিস্টার শুভ্র প্রয়াত চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কাঞ্চলাল দাশ এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সচিব রীতা সেনের একমাত্র পুত্র সন্তান এবং বিপ্লবী নেতা মাস্টার দা সূর্য সেনের নাতি। বৈবাহিক সূত্রে তিনি বরগুনা-১ আসনের জননন্দিত সাংসদ ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর ছোট জামাতা।
কমিটিতে স্থান পাওয়া প্রসঙ্গে ব্যারিস্টার অরুনাভ দাশ শুভ্র বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক উপ-কমিটির সদস্য হিসেবে আমাকে নির্বাচিত করায় আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে সচেষ্ট থাকবো।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক সত্যের সন্ধান'কে জানাতে ই-মেইল করুন- sattersandhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক সত্যের সন্ধান'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।