উলিপুরে মুজিববর্ষ উপলক্ষ্যে ভ‚মি ও গৃহহীনদের পুনর্বাসন কাজের উদ্বোধন
প্রকাশিত : ০৯:১৪ অপরাহ্ণ, ২৫ নভেম্বর ২০২০ বুধবার ৪৩ বার পঠিত
রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে ভূমি ও গৃহহীনদের পুনর্বাসন আশ্রায়ন প্রকল্প-২ এর আওতায় গৃহ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১০টায় উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের সিদ্ধান্ত মালতী বাড়ী মৌজায় ৮টি ঘর নির্মাণ কাজের উদ্বোধন করেন ২৭, কুড়িগ্রাম-৩ সংসদ সদস্য অধ্যাপক এম.এ মতিন। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান গোলাম হোসেন মন্টু, উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-এ-জান্নাত রুমি, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) আশরাফুল আলম রাসেল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সিরাজুদ্দৌলা ও পান্ডুল ইউনিয়ন ভ‚মি কর্মকর্তা মন্টু সরকার। দুপুর ১টায় উক্ত প্রকল্পটি পরিদর্শন করেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিলুফা ইয়াছমিন। উল্লেখ্য, পান্ডুল ইউনিয়নের সিদ্ধান্ত মালতী বাড়ী মৌজায় ১নং খতিয়ান ভুক্ত ১৫৯ দাগে ১৭ শতাংশ জমির মধ্যে ৮টি ঘর নির্মাণের জন্য এ প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। এ ব্যাপারে ইউনিয়ন ভূমি কর্মকর্তা মন্টু সরকার এ প্রতিবেদককে বিস্তারিত জানিয়েছেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক সত্যের সন্ধান'কে জানাতে ই-মেইল করুন- sattersandhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক সত্যের সন্ধান'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।