এমপি ফারুক চৌধুরী ব্যক্তিগত উদ্যোগে পিপি’ই বিতরণ
প্রকাশিত : ১০:৪২ পূর্বাহ্ণ, ১৯ মে ২০২০ মঙ্গলবার ২০৪ বার পঠিত
তানোর উপজেলা প্রতিনিধি
রাজশাহীর তানোরে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের সচিব,হিসাবসহকারি,উদ্দ্যোক্তা,ওয়ার্ড ইউপি সংরক্ষিত সদস্য, ওয়ার্ড ইউপি সদস্য,গ্রাম পুলিশ, কমিউনিটি ক্লিনেকের কর্মকর্তা-কর্মচারী, ও গণমাধ্যমকর্মীদের মাঝে ব্যক্তিগত উদ্যোগ ও নিজস্ব তহবিল থেকে পিপি’ই বিতরণ করেন স্থানীয় সাংসদ ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এমপি। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, তানোর থানার অফিসার ইনর্চাজ (ওসি) রাকিবুল হাসান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোজিয়ারা খাতুন, রাজশাহী মহানগর বোয়ালিয়া পশ্চিম শাখা আওয়ামী লীগ সহ-সভাপতি আবুল বাশার সুজন, তানোর পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকারসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দরা প্রমুখ। এরআগে সাংসদ ওমর ফারুক চৌধুরী উপজেলার বিভিন্ন স্থানে শিশু খাদ্য বিতরণ করেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক সত্যের সন্ধান'কে জানাতে ই-মেইল করুন- sattersandhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক সত্যের সন্ধান'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।