করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় রাজশাহী পুলিশ সুপার মহোদয়ের এর সচেতনতামূলক কার্যক্রম
প্রকাশিত : ০১:০৯ অপরাহ্ণ, ৭ এপ্রিল ২০২১ বুধবার ৬৮ বার পঠিত
মোঃ আনছার তালুকদার স্বাধীন :
রাজশাহী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন বিপিএম (বার) গত ০৬/০৪/২০২১ ইং সম্প্রতি মহামারি আকার ধারনকারী করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি মোকাবেলায় ও সরকার নির্দেশিত লকডাউন কার্যকরণে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন থানা এলাকা ও জেলা ট্রাফিক বিভাগের বিভিন্ন চেকপোস্ট পয়েন্ট পরিদর্শন করেন এবং জনসাধারনের সাথে কথা বলেন। এ সময় তিনি জনসাধারনকে সতর্ক অবস্থানে থেকে স্বাস্থ্যবিধি ও কোয়ারেন্টাইন সঠিকভাবে মেনে চলার আহবান জানান।পাশাপাশি প্রয়োজন ছাড়া অযথা ঘরের বাইরে না যেতে, সামাজিক দুরত্ব নিশ্চিত করতে এবং পুলিশের কাজে সহযোগিতা করার আহবান করেন ।
সূত্র: মো: ইফতেখায়ের আলম,
অতিরিক্ত পুলিশ সুপার (সদর)
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক সত্যের সন্ধান'কে জানাতে ই-মেইল করুন- sattersandhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক সত্যের সন্ধান'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।