কুড়িগ্রামের উলিপুরে এক মাদকসেবীর ৬ মাসের দন্ড
প্রকাশিত : ১০:৩৯ অপরাহ্ণ, ২ ডিসেম্বর ২০২০ বুধবার ৫৮ বার পঠিত
রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে মাদক সেবন ও সংরক্ষণের অভিযোগে বুলেট মিয়া (৩২) নামে এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (২ ডিসেম্বর) সকালে পৌরসভা এলাকার হায়াৎখাঁ পাঠানপাড়া গ্রামে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তরুণ কুমার রায় ও সহকারি কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম রাসেল যৌথভাবে অভিযান চালিয়ে এ দন্ডাদেশ দেন। সাজাপ্রাপ্ত বুলেট মিয়া ওই এলাকার মৃত: জরিপ উদ্দিনের পূত্র। এসময় তার কাছে সংরক্ষিত ১০০ গ্রাম গাজা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।
এ ব্যাপারে উলিপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম রাসেল বজানান, গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে মাদক ও মাদক সেবনের সরঞ্জামাদী উদ্ধার করা হয়। এসময় ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫০০০ টাকার অর্থদন্ড ও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক সত্যের সন্ধান'কে জানাতে ই-মেইল করুন- sattersandhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক সত্যের সন্ধান'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।