কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঘরের ভেতর মাটি খুড়ে ৭ কেজি গাঁজা উদ্ধার
প্রকাশিত : ১১:৪২ পূর্বাহ্ণ, ৬ ডিসেম্বর ২০২০ রবিবার ৫৬ বার পঠিত
রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৭ কেজি গাঁজা উদ্ধার করেছে। চিহ্নিত আসামি পলাতক রয়েছে। শুক্রবার (৪ ডিসেম্বর) রাতে ফুলবাড়ি থানা পুলিশের অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে পলাতক চিহ্নিত মাদক ব্যবসায়ী মফিজুল ইসলামের নির্মানাধিন ঘরের মাটি খুড়ে বস্তার ভিতর দুই পেটিতে ৭ (সাত) কেজি মাদক গাঁজা পাওয়া যায়। ফুলবাড়ী থানা অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় ঘটনার সত্যতা স্বীকার করে বলেন। আসামি মফিজুল হক পলাতক থাকায় গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে আরোও একটি মামলা দায়ের হচ্ছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক সত্যের সন্ধান'কে জানাতে ই-মেইল করুন- sattersandhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক সত্যের সন্ধান'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।