কুড়িগ্রামে সামাজিক নিরাপত্তা কর্মসূচির বাস্তবায়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
প্রকাশিত : ১০:৩৬ অপরাহ্ণ, ২ ডিসেম্বর ২০২০ বুধবার ৫৯ বার পঠিত
রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামে সামাজিক নিরাপত্তা কর্মসূচির বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রাম শহর সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে বাসস্ট্যান্ড সংলগ্ন অফিস হলরুমে সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারের উদ্বোধন করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. রোকোনুজ্জামান। বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারি পরিচালক সঞ্জিদা ফেরদৌসি, সাংবাদিক হুমায়ুন কবির সূর্য, সোনালী ব্যাংকের অফিসার মকবুল হোসেন, কাউন্সিলর রোস্তম আলী তোতা প্রমুখ। এতে সরকারের ২৩টি মন্ত্রণালয়ের অধীন ১৪৫টি সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহনকারীদের মধ্যে সৃষ্ট সমস্যা নিরসনের উপায় নিয়ে পেপার প্রেজেন্টশন উপস্থাপন করেন শহর সমাজসেবা অফিসার আবু সুফিযান। এসময় পৌরসভার কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরগণসহ উদ্যোক্তরা উপস্থিত ছিলেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক সত্যের সন্ধান'কে জানাতে ই-মেইল করুন- sattersandhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক সত্যের সন্ধান'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।