কুড়িগ্রামে ১১দফা দাবীতে প্রতিবন্ধী শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
প্রকাশিত : ০১:০৯ অপরাহ্ণ, ৩০ নভেম্বর ২০২০ সোমবার ৮০ বার পঠিত
রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
প্রতিবন্ধী বিদ্যালয় সমূহের স্বীকৃতি এবং এমপিওভুক্তিকরণসহ ১১দফা দাবীতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে কুড়িগ্রাম প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতি।
রোববার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুইঘন্টা ব্যাপী মানববন্ধন করা হয়। এতে জেলার ৫০টি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রায় ৫শতাধিক শিক্ষক ও তাদের পরিবারের সদস্যরা মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক’র মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর ১১দফা সম্বলিত স্মারকলিপি হস্তান্তর করা হয়। এসময় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মাহমুদুল হাসান দিনার, খায়রুল ইসলাম, রাজিয়া সুলতানা, এরশাদুল হক, মো. আসাদুজ্জামান, জাহিদুল ইসলাম পলাশ, দৈনিক কুড়িগ্রাম খবরের সম্পাদক এসএম ছানালাল বকসী প্রমুখ। বক্তারা বলেন, সরকার প্রতিবন্ধিতা সম্পর্কিত সমন্বিত বিশেষ শিক্ষা নীতিমালা গেজেট আকারে প্রকাশ করেছে। কিছু প্রতিবন্ধী বান্ধব মানুষ তাদের সামর্থ অনুযায়ী বিদ্যালয় গড়ে তুলেছেন। এসব প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়ে সরকারকে সেবাদানকারী শিক্ষকদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান তারা।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক সত্যের সন্ধান'কে জানাতে ই-মেইল করুন- sattersandhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক সত্যের সন্ধান'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।