কেশরহাটে অ্যাডভোকেট শফিকুল হক মিলন এর রোগমুক্তির জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত : ০৫:৩০ অপরাহ্ণ, ২৯ নভেম্বর ২০২০ রবিবার ৮৫ বার পঠিত
রাজশাহীর কেশরহাট পৌর বিএনপির উদ্দ্যোগে কেশরহাটের মিষ্টিপট্টির টিনসেডে বিএনপি নেতা অ্যাডভোকেট শফিকুল হক মিলনের রোগ মুক্তির জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৯শে নভেম্বর) বিকালে কেশরহাট পৌর বিএনপি’র উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্বে করেন কেশরহাট পৌর বিএনপি’র আহবায়ক আবুহেনা কামরুজ্জামান, কেশরহাট পৌর বিএনপি’র যুগ্ন আহবায়ক মুকবুল হোসেনের সার্বিক সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি এবং কেশরহাট পৌরসভার সাবেক মেয়র মোঃ আলাউদ্দিন আলো। কেশরহাট পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খুশবর রহমান, কেশরহাট পৌর যুব দলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং রাজশাহী জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মশিউর রহমান, রাজশাহী জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, রাজশাহী জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন ডলার সহ আরো অনেকে।
জানা যায়, বিএনপি নেতা অ্যাডভোকেট শফিকুল হক মিলন গত ১৩ই নভেম্বর (শুক্রবার) কভিড-১৯ এ আক্রান্ত হয়ে রাজশাহীর সিডিএম হাসপাতালে ভর্তি হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকার কলাবাগানে গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক সত্যের সন্ধান'কে জানাতে ই-মেইল করুন- sattersandhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক সত্যের সন্ধান'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।