কেশরহাটে ধানের শীষের নির্বাচনী কর্মিসভা অনুষ্ঠিত
প্রকাশিত : ০১:৩০ অপরাহ্ণ, ১৮ জানুয়ারি ২০২১ সোমবার ১০২ বার পঠিত
মোঃ আনছার তালুকদার স্বাধীন:
রাজশাহীর কেশরহাট পৌর নির্বাচন উপলক্ষে ধানের শীষ প্রতিকের প্রার্থী প্রভাষক খুশবর রহমানের নির্বাচনী কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সন্ধা ৭টার দিকে কেশরহাটে অবস্থিত প্রধান কার্যালয়ে পৌর বিএনপির আহবায়ক আবুহেনা কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মোহনপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামিমুল ইসলাম মুন।
বিশেষ অতিথি ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান মাহাবুব আর রশিদ, যুগ্ম আহবায়ক জাকির হোসেন বকুল, সদস্য সচিব বাচ্চু রহমান, কৃষক দলের আহবায়ক গোলাম মোস্তফা বাবলু, কেশরহাট পৌর বিএনপির নির্বাচন পরিচারনা কমিটির আহবায়ক সাবেক মেয়র আলাউদ্দিন আলো, প্রধান এজেন্ট হাজ সেলিম রেজা, দানেছ গাইন সদস্য নির্বাচন পরিচালনা কমেটি, পৌর যুবদলের যুগ্মআহবায়ক মশিউর রহমান, রায়সুল ইসলাম রাসেল প্রমূখ। এসময় বক্তারা আগামী ৩০ জানুয়ারি কেশরহাট পৌর নির্বাচনের সুষ্ঠ পরিবেশ বজায় রাখার দাবী জানান।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক সত্যের সন্ধান'কে জানাতে ই-মেইল করুন- sattersandhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক সত্যের সন্ধান'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।