কেশরহাটে নৌকার পক্ষে নির্বাচনী কর্মিসভা
প্রকাশিত : ০৯:৩৬ অপরাহ্ণ, ২২ জানুয়ারি ২০২১ শুক্রবার ৮৬ বার পঠিত
মোঃ আনছার তালুকদার স্বাধীন:
রাজশাহীর কেশরহাট পৌরসভা নির্বাচন উপলক্ষে গোপইল মহল্লায় নির্বাচনী কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২২ জানুয়ারী শুক্রবার রাতে পৌর এলাকার ৯নং ওয়ার্ডের গোপইল মহল্লার সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুস সালাম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন নৌকা মার্কা প্রতিকের মনোনীত প্রার্থী শহিদুজ্জামান শহিদ।
প্রধান অতিথি বক্তব্য দেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন। তিনি নৌকা বিজয়ের লক্ষে জনসাধারণের কাছে ভোট প্রার্থনা করে বক্তব্য দেন। এসময় তিনি তার বক্তব্যে বলেন, আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতার জন্য শহিদুজ্জামানকে ভোট দিন। আমি আশাকরি, আগামী ৩০ তারিখ সারাদিন নৌকা মার্কায় ভোট দিবেন। আজকের মানুষের উপস্থিতির ঢল দেখে আশা করছি, শহিদুজ্জামান আবারো বিজয়ী হবে ইনশাআল্লাহ্।
এসময় আরো বক্তব্য দেন রাজশাহী মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, কেশরহাট পৌর আওয়ামীলীগের সভাপতি শাহেদুজ্জামান মুক্তাসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক সত্যের সন্ধান'কে জানাতে ই-মেইল করুন- sattersandhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক সত্যের সন্ধান'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।