কেশরহাটে পৌর মেয়র শহিদ শীতার্তদের মাঝে কম্বল বিতরণের উদ্বোধন করেন
প্রকাশিত : ০৪:৫১ অপরাহ্ণ, ২০ ডিসেম্বর ২০২০ রবিবার ১২১ বার পঠিত
মোঃ আনছার তালুকদার স্বাধীন:
রাজশাহীর কেশরহাট পৌর এলাকার শীতার্তদের মাঝে শনিবার (১৯ই ডিসেম্বর) বিকালে কম্বল বিরণের উদ্বোধন করেছেন বর্তমান পৌর মেয়র শহিদুজ্জামান শহিদ। পরে আজ রোববার (২০ই ডিসেম্বর) সকালে ট্যাগ অফিসারের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। জরুরী কাজে মেয়র ঢাকায় যাওয়ার জন্য গতকাল শনিবার বিকেলে এর শুভ উদ্বোধন করে যান মেয়র শহিদ।
এই কনকনে শীতে পৌর এলাকার শীতার্ত মানুষেরা কম্বল পেয়ে মহানন্দে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সরকারের এবং বর্তমান মেয়রের ব্যাপক প্রশংসা করেন।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভার নারী কাউন্সিলর জবেদা খাতুন সংরক্ষিত -৩, নারী কাউন্সিলর কোহিনুর সংরক্ষিত -২, পৌরসভার লাইসেন্স পরিদর্শক রোকমতজামান টিটু, ইন্জিনিয়ারিং শাখার আবদুর রাজ্জাক, কর্মরত কর্মচারীসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক সত্যের সন্ধান'কে জানাতে ই-মেইল করুন- sattersandhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক সত্যের সন্ধান'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।