কেশরহাটে শীতকালিন ফুটবল টুর্ণামেণ্টের ফাইনাল অনুষ্ঠিত
প্রকাশিত : ০৯:০৫ অপরাহ্ণ, ২০ নভেম্বর ২০২০ শুক্রবার ১০৪ বার পঠিত
মোহনপুর প্রতিনিধিঃ
কেশরহাট উচ্চবিদ্যালয় মাঠে শীতকালিন ফুটবল টুর্ণামেণ্টের ফাইনাল খেলার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। কেশরহাট পৌর ফুটবল দলের উদ্যোগে আজ শুক্রবার বিকেলে আয়োজিত পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেলোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে খেলোয়াড়দের হাতে পুরুস্কার তুলেন কেশরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম। এসময় প্রধান অতথি শফিকুল ইসলাম বলেন খেলার এ মাঠটি ছিল খেলাধুলার জন্য অনুপোযোগি ছিল। আমাদের মাননীয় এমপি আয়েন উদ্দিনের সহযোগিতার খেলার উপযোগি হয়ে উঠেছে। এখন প্রয়োজন দর্শক বসার জন্য প্রয়োজন সুন্দর গ্যালারি। তাহলে খেলাধুলার পরিবেশ আরো সুন্দর হবে।
খেলায় ০-১ গোলে বিজয়ী হয় কেশরহাট ফুটবল দল। টূর্ণামেণ্টে মোট ১৬টি দল অংশ নেয়। আসলাম হোসেনের ধারা বিবরণীতে খেলা পরিচালনা করেন (রেফারি) আলী আকবর।
পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে কাউছার মাহমুদের উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন উত্তরা ব্যাংক লিমিটেডের কেশরহাট শাখা ব্যবস্থাপক আনোয়ার হোসেন, কেশরহাট প্রগতি সংঘের ক্রিড়া সম্পাদক এনামুল হক, কেশরহাট পৌর কৃষকলীগের সভাপতি মকবুল হোসেন, ক্রিড়া ব্যাক্তিত্ব মজিবর রহমান গাইন প্রমূখ।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক সত্যের সন্ধান'কে জানাতে ই-মেইল করুন- sattersandhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক সত্যের সন্ধান'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।