কেশরহাট পৌরসভার নৌকার মাঝি হিসাবে মনোনয়ন জমা দিলেন মেয়র শহিদ
প্রকাশিত : ০৬:২৯ অপরাহ্ণ, ৩১ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার ৮৮ বার পঠিত
মোঃ আনছার তালুকদার স্বাধীনঃ
আসন্ন রাজশাহীর কেশরহাট পৌরসভা নির্বাচনে নৌকার মাঝি হিসেবে দলীয় মনোনয়ন ফরম জমা দিলেন মোহনপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক এবং কেশরহাট পৌরসভার বর্তমান মেয়র শহিদুজ্জামান শহিদ।
কেশরহাট পৌরসভার দুই দুইবারের সফল মেয়র শহিদুজ্জামান শহিদ দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আজ বৃহস্পতিবার (৩১ই ডিসেম্বর) মোহনপুর উপজেলা নির্বাচন অফিসে উপজেলা নির্বাচন অফিসার সৈয়দ ফজলুর রহমানের নিকট মনোনয়ন ফরম জমা দেন।
এ বিষয়ে জানতে চাইলে মেয়র শহীদ বলেন আমার আওয়ামী লীগের দলীয় নেতা-কর্মী এবং রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিনের সার্বিক সহযোগিতায় মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দলীয় মনোনয়ন দিয়ে ধন্য করেছেন। আজ আমি উপজেলা নির্বাচন অফিসে মনোনয়ন ফরম জমা দিলাম। আমি সহ আমার সকল নেতাকর্মী নৌকার জন্য ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আশাকরি, আসন্ন কেশরহাট পৌরসভা নির্বাচনে আমি বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবো ইনশাআল্লাহ।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক সত্যের সন্ধান'কে জানাতে ই-মেইল করুন- sattersandhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক সত্যের সন্ধান'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।