কেশরহাট পৌরসভার ৪নং ওয়ার্ডে নৌকা প্রতিকের নির্বাচনী সভা অনুষ্ঠিত
প্রকাশিত : ০৮:৪৭ অপরাহ্ণ, ২০ জানুয়ারি ২০২১ বুধবার ১০১ বার পঠিত
মোঃ আনছার তালুকদার স্বাধীন:
রাজশাহীর কেশরহাট পৌরসভার ৪নং ওয়ার্ডের আজ (২০ই জানুয়ারি) সন্ধ্যায় বিশালপুর মহল্লার প্রাথমিক বিদ্যালয় মাঠে আওয়ামীলীগ মনোনীত মেয়র পার্থী মোঃ শহিদুজ্জামান শহিদের (নিজ ওয়ার্ড) নৌকা প্রতিকের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
মোঃ কামরুজ্জামানের সঞ্চালনায় এ নির্বাচনী সভায় সভাপতিত্ব করেন কেশরহাট পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ আবু বক্কর। প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন নৌকা প্রতিকের মেয়র পার্থী মোঃ শহিদুজ্জামান শহিদ। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ জাকিরুল ইসলাম শান্টু।
অন্যান্যদের মধ্যে কেশরহাট পৌর আওয়ামীলীগ সভাপতি মোঃ আলহাজ্ব শাহেদুজ্জামান মুক্তা, সাধারন সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, মোহনপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা ও পৌর আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সহ শত শত সাধারন ভোটার।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক সত্যের সন্ধান'কে জানাতে ই-মেইল করুন- sattersandhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক সত্যের সন্ধান'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।