কেশরহাট পৌর মেয়র শহিদের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশিত : ০৮:১৭ অপরাহ্ণ, ৭ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার ৮৯ বার পঠিত
পৌর প্রতিনিধিঃ
রাজশাহীর কেশরহাট পৌর মেয়র শহিদুজ্জামান শহিদের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৭ই জানুয়ারি) সন্ধ্যায় পৌর এলাকার ৩ ও ৪ নং ওয়ার্ডে জনশ্রোতের মধ্য দিয়ে এ সভা গুলো অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্য দেন পৌরসভার বর্তমান মেয়র ও আসন্ন নির্বাচনে মেয়র পদপ্রার্থী শহিদুজ্জামান শহিদ। এ সময় জনসাধারণের চাহিদা পুরণ ও আগামি দিনের উন্নয়ন ভাবনা বিষয়ক নানা প্রশ্নের জবাবে মেয়র তার বক্তব্যে বলেন, এ পৌরসভা আপনাদের, এখানকার উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার দায়িত্ব আপনাদের।
আপনারা আমাকে পবিত্র দায়িত্ব দিয়েছেন। আমি আপনাদের অগ্রাধিকার ও নাগরিক সুবিধা নিশ্চিত করে দিয়েছি। ।
নির্বাচনকে ঘিরে প্রতিদ্বন্দীতার জন্য অনেক প্রার্থীরা প্রচারণা চালাচ্ছে। অনেক উন্নয়ন কর্মকাণ্ডের প্রতিশ্রুতি দিচ্ছে আপনারা এতে বিভ্রান্ত হবেন না। পৌর এলাকায় যে সকল উন্নয়ন হয়েছে তা জনসাধারণের দৃষ্টিগোচর হয়েছে। অনেক কাজ অনুমোদন হয়েছে এবং চলমান রয়েছে।
তিনি আরও বলেন, পৌরসভাকে প্রথম শ্রেণিতে উন্নীত করাসহ উন্নয়ন কাজকে আরো এগিয়ে নিতে আপনাদের দোয়া ও সমর্থন চাই।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক সত্যের সন্ধান'কে জানাতে ই-মেইল করুন- sattersandhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক সত্যের সন্ধান'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।