গাইবান্ধায় মৌলবাদী জঙ্গি সাম্প্রদায়িক গোষ্ঠীর বিরুদ্ধে জেলা যুবলীগের বিক্ষোভ মিছিল
প্রকাশিত : ০৯:১৩ অপরাহ্ণ, ৩০ নভেম্বর ২০২০ সোমবার ৭০ বার পঠিত
মোঃ তৌহিদুর রহমান তুহিন
৩০/১১/২০ইং সোমবার বিকালে গাইবান্ধায় মৌলবাদী জঙ্গি সাম্প্রদায়িক গোষ্ঠীর বিরুদ্ধে জেলা যুবলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মৌলবাদী জঙ্গি সাম্প্রদায়িক গোষ্ঠীর বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, গাইবান্ধা জেলা শাখা সোমবার বিকেলে শহরে মিছিল বের করে।
জেলা যুবলীগের সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটন ও সাধারণ সম্পাদক শাহ আহসান হাবিব রাজীবের নেতৃত্বে মৌলবাদী-জঙ্গি সাম্প্রদায়িকতা বিরোধী বিক্ষোভ মিছিলটি স্থানীয় আওয়ামী লীগ কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল থেকে মৌলবাদী গোষ্ঠী ও তাদের উস্কানিদাতাদের বিরুদ্ধে স্লোগান দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা, সদর উপজেলা, পৌর ও ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক সত্যের সন্ধান'কে জানাতে ই-মেইল করুন- sattersandhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক সত্যের সন্ধান'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।