গোদাগাড়ীতে উৎসবমুখর পরিবেশে নৌকা ও ধানের শীষ প্রার্থীর মনোনয়নপত্র জমা
প্রকাশিত : ০৫:১৫ অপরাহ্ণ, ২০ ডিসেম্বর ২০২০ রবিবার ৫২ বার পঠিত
নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহীর গোদাগাড়ীতে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিলেন কাকান হাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এ কে এম আতাউর রহমান খান ও বিএনপির মনোনীত মেয়র প্রার্থী মোঃ হাফিজুর রহমান হাফিজ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোঃ আব্দুল মজিদ মাস্টার ও আব্দুল্লাহিল কাফি মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
রবিবার সকাল ১০ টা থেকে মনোনয়ন ফরম জমা দেওয়া শুরু হয় শেষ খবর পাওয়া পর্যন্ত মেয়র পদে চারজন গোদাগাড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মশিউর রহমান কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন তাঁরা।
নৌকার পক্ষে মনোনয়নপত্র জামাদানকালে উপস্থিত ছিলেন গোদাগাড়ী পৌরসভার মেয়র মোঃ মনিরুল ইসলাম (বাবু) , গোদাগাড়ী উপজেলা আওয়ামীলীগের (বহিষ্কৃত) সভাপতি মোঃ বদিউজ্জামান, গোদাগাড়ী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ রবিউল আলম, দেওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আক্তারুজ্জামান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও গোদাগাড়ী পৌর মেয়র পদপ্রার্থী মোঃ মাহবুব-উল আলম( মুক্তি),মোঃ রেজাউল করিম (বিপ্লব), সহ দলের বিভিন্নস্তরের নেতৃবৃন্দরা এই সময় উপস্থিত ছিলেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক সত্যের সন্ধান'কে জানাতে ই-মেইল করুন- sattersandhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক সত্যের সন্ধান'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।