গোদাগাড়ীতে ট্রাকের ধাক্কায় এক মোটর সাইকেল নিহত
প্রকাশিত : ১০:৪৯ অপরাহ্ণ, ৩ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার ৪৮ বার পঠিত
মোঃ ইসহাক, গোদাগাড়ী (রাজশাহী) উপজেলা প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাকের ধাক্কায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে গোদাগাড়ী উপজেলার বসন্ত পুর এলাকার রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের এই দূর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী রাজশাহীর শাহমখদুম থানার পবা এলাকার মৃত আঃ সামাদের ছেলে মোঃ মনিরুল ইসলাম (৩৪) ।
স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাকটি রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিলেন এবং মোটরসাইকেলটি রাজশাহীর দিকে যাচ্ছিলেন পথে ট্র্যাকের ধাক্কা মোটরসাইকেল আরোহীর অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয় ।
গোদাগাড়ী মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ খলিলুর রহমান পাটোয়ারী বলেন, ট্রাকটিকে আটকের চেষ্টা চলছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক সত্যের সন্ধান'কে জানাতে ই-মেইল করুন- sattersandhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক সত্যের সন্ধান'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।