গোদাগাড়ীতে র্যাবের অভিযানে ২ কেজি গাঁজাসহ ১ জন গ্রেপ্তার
প্রকাশিত : ০৮:০৮ অপরাহ্ণ, ২২ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার ৬৫ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী :
রাজশাহী গোদাগাড়ী উপজেলাধীন ৩ নম্বর মোহনপুর ইউনিয়নের দোগাছী এলাকায় আমিনুলের পেয়ারা বাগানের সামনের সড়কে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
আসামী মোহনপুর ইউনিয়নে ২ নম্বর ওয়ার্ড চাদনাই গ্রামের মৃত মোজাফফর আলীর ছেলে জেন্টু (২৭) কে হাতেনাতে গ্রেফতার করা হয় । এবং তার নিকট হতে ২ কেজি গাঁজা,একটি মোবাইল ফোন, একটি সীমকার্ড উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২২ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ১.৪৫ মিনিটের দিকে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানি কমান্ডারের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ আসামীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামী দীর্ঘদিন থেকে বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এ ঘটনায় গোদাগাড়ী মডেল থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানা যায়।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক সত্যের সন্ধান'কে জানাতে ই-মেইল করুন- sattersandhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক সত্যের সন্ধান'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।