গোদাগাড়ীতে লাশ চুরি করতে গিয়ে আটক এক কবিরাজ
প্রকাশিত : ০৪:০৮ অপরাহ্ণ, ১৭ ফেব্রুয়ারি ২০২১ বুধবার ৯১ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ীঃ
রাজশাহীর গোদাগাড়ীতে অসৎ উদ্দেশ্যে কবরস্থানে লাশ চুরি করতে গিয়ে ঘটনাস্থলেই স্থানীয় জনতার হাতে আটক দিলিপ দাশ নামে এক কবিরাজ।
ঘটনাটি মঙ্গলবার সন্ধ্যায় গোদাগাড়ী উপজেলাধীন ৬ নম্বর মাটিকাটা ইউনিয়নের রসুলপুর গ্রামে সংঘটিত হয়।আটককৃত ব্যক্তি উক্ত গ্রামের মৃত যতনের ছেলে দিলিপ দাশ (৫২) বলে জানা যায়।
নাম প্রকাশ না করা শর্তে স্থানীয় একজন বলেন,দিলিপ কর্মজীবনে কবিরাজি করে সংসার চালাতে তার তিন ছেলে ও এক মেয়ে রয়েছেন । কবিরাজি সাধনার জন্য গতকাল সন্ধ্যার কিছু পরে নিরঝুম অন্ধকারে এই নেক্কারজনক কাজটি সংঘটিত করতে যায়।
কবরস্থানটি রাস্তার পাশ্বে হওয়ায় মৃতের শোকাহত দাদা রাস্তা দিয়ে যাওয়ার পথে কবরটির দিকে তাকালে বাঁশের বেড়া (চেগার) খুলে পড়ে থাকতে দেখে মৃতের দাদা এগিয়ে গেলে হঠাৎ দিলিপ কবর থেকে উঠে আসলে তিনি ভয় পেয়ে চিৎকার করে দৌড় দেন পরে এলাকাবাসী এগিয়ে এলে দিলিপকে হাতেনাতে আটক করে পুলিশকে খবর দেন।
পরে গোদাগাড়ী মডেল থানা পুলিশের একটি দল এস আই মোঃ জিয়াউর রহমানের নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে আসে ।
উক্ত ঘটনায় ২৯৭ ধারায় অনঅধিকার প্রবেশ করে মৃত্যু দেহের অবমাননা ও ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং ৫০৬ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মডেল থানা পুলিশের (তদন্ত) কর্মকর্তা নিত্য পদ দাস।এছাড়াও আজকে তাকে কোর্টে তুলে সাতদিনের রিমান্ড আবেদন করা হবে বলে জানান তিনি।
মৃতের দাদা লুৎফর রহমান সূত্রে জানা যায়,মাস খানেক আগে মা সম্ভাবা মহিলাটি রান্না করতে গিয়ে শাড়িতে আগুন লেগে গুরুত্বর আহত হয়।
এবং চিকিৎসাধীন অবস্থায় ১২ থেকে ১৩ দিন আগে মৃত্যু বরণ করেন বলে সূত্রটি নিশ্চিত করেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক সত্যের সন্ধান'কে জানাতে ই-মেইল করুন- sattersandhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক সত্যের সন্ধান'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।