গোদাগাড়ীতে ৫৩ বোতল ফেন্সিডিলসহ ২ জন শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশিত : ০৩:২৫ অপরাহ্ণ, ১১ জানুয়ারি ২০২১ সোমবার ৮৭ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী :
রাজশাহী গোদাগাড়ী উপজেলার হিজলগাছী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল অভিযান চালিয়ে ৫৩ বোতল ফেন্সিডিলসহ ২ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করেন।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
আসামী দুজন হচ্ছে, শরিফ (মাষ্টারের) ছেলে লিংকন (২০)এবং আমিনুলের ছেলে জয়নাল (২২) উভয়ের বাসা গোদাগাড়ী উপজেলার পিরিজপুর এলাকায়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ১০ জানুয়ারি রাত নয়টার দিকে র্যাব-৫, সিপিসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানি কমান্ডারের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৩ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে লিংকন ও জয়নালকে গ্রেপ্তার করা হয়।
তাদের নিকট হতে একটি মোটরসাইকেল,(০৩)তিনটি মোবাইল ফোন,(০৭)সাতটি সিম কার্ড,(০৩) তিনটি মেমোরি কার্ড জব্দ করে র্যাব।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক সত্যের সন্ধান'কে জানাতে ই-মেইল করুন- sattersandhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক সত্যের সন্ধান'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।