চতুর্থ ধাপের পৌরসভা নির্বাচনে রাজশাহীতে নৌকার টিকিট পেলেন যারা
প্রকাশিত : ০১:২২ অপরাহ্ণ, ১৪ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার ১৯৭ বার পঠিত
আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পৌরসভার নির্বাচনে চূড়ান্ত প্রার্থীর নৌকা প্রতীক নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চতুর্থ ধাপে ৫৬টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের মেয়র পদে একক প্রার্থী চূড়ান্ত করেছে। তার মধ্যে রাজশাহীতে চারটি পৌরসভার রয়েছে। এগুলো হলো- বাগমারা উপজেলার তাহেরপুর, পবা উপজেলার নওহাটা, গোদাগাড়ী ও তানোর পৌরসভা। এর মধ্যে তাহেরপুরে আবুল কালাম আজাদ, নওহাটায় হাফিজুর রহমান, গোদাগাড়ীতে অয়েজ উদ্দিন বিশ্বাস ও তানোরে ইমরুল হক আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়েছেন। তারা নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিবেন। গতকাল বুধবার (১৩ই জানুয়ারি) দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত স্থানীয় সরকার জনপ্রতিনিধি নির্বাচন বোর্ডের দীর্ঘ বৈঠকে দলীয় প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক সত্যের সন্ধান'কে জানাতে ই-মেইল করুন- sattersandhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক সত্যের সন্ধান'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।