চলে গেলেন নাফিরার দেশে নওগাঁর প্রবীণ সাংবাদিক বিশ্বনাথ দাস
প্রকাশিত : ০৪:৪১ অপরাহ্ণ, ১৫ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার ৯৯ বার পঠিত
মো.আককাস আলী,স্টাফ রিপোর্টার ঃ-
চলে গেলেন না ফিরার দেশে নওগাঁর প্রবীণ সাংবাদিক বিশ্বনাথ দাস। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) ভোর রাতে নওগাঁ শহরের পার-নওগাঁয় এলাকায় নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই প্রবীণ সাংবাদিক। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন গুনগ্রাহী রেখে গেছেন। দীর্ঘ সাংবাদিকতার জীবন বিশ্বনাথ দাসের। আশির দশকে দৈনিক করতোয়া পত্রিকায় নওগাঁ জেলা প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা জীবন শুরু করেন তিনি। পরে বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন এই প্রবীণ সাংবাদিক। সর্বশেষ তিনি সাপ্তাহিক অপরাধ অনুসন্ধান পত্রিকায় নওগাঁ জেলা প্রতিনিধি ছিলেন। নওগাঁ জেলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির বিভিন্ন পদে দ্বায়িত্ব পালন করেছেন তিনি। পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে শহরের কালিতলা শ্মশান ঘাটে বিশ্বনাথ দাসের মরদেহ দাহ করা হবে। শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি ও মহাদেবপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.আককাস আলীসহ সকল সদস্যগণ।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক সত্যের সন্ধান'কে জানাতে ই-মেইল করুন- sattersandhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক সত্যের সন্ধান'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।