চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাদকবিরোধী মানব বন্ধন অনুষ্ঠিত
প্রকাশিত : ০৭:১১ অপরাহ্ণ, ১২ ডিসেম্বর ২০২০ শনিবার ৫১ বার পঠিত
নাদিম হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ২নং শাহাবাজপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন নলডুবরী বাজারে মাদক বিরোধী মানববন্ধন করেছেন এলাকার সচেতন মহল। মাদক বিরোধী ও সোর্স কর্তৃক সাধারণ মানুষকে হয়রাণীর প্রতিবাদে শনিবার বিকালে ঘন্টাব্যাপী মানববন্ধনে কয়েকশত নারী পুরুষ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, যারা প্রশাসনের সোর্স নামে পরিচয় দিচ্ছে তারায় মাদক ব্যবসার সাথে জড়িত। সরকার যখন মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছে তখনি এসব নামধারী সোর্স নিজেরা ব্যবসা করে ফয়দা লুটার জন্য সাধারণ নিরিহ মানুষকে প্রশাসনের হাতে ধরিয়ে দিচ্ছে। এই এলাকার মাদকের সাম্রাজ্য গড়ে তুলে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। সাহাবাজপুর ইউনিয়নের শান্তিমোড় চাঁদপুর এলাকার সোর্স নামের ডালিম চক্র ক্ষমতার অপব্যবহার করে চালাচ্ছে মাদকের নৈরাজ্য। এসব মাদক চক্রের লোকদের কথা না শুনে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বক্তারা প্রশাসনের সুদৃষ্টি করেন। এসময় সাহাবাজপুর ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক , ইউ পি সদস্য মোফাজ্জল হোসেন, জিন্নুর রহমান, ওয়ালিদ হোসেন, আঃ রশিদ, ইউনিয়ন শাখার আ’লীগ নেতা খাদেমুল ইসলাম, ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, তানজিলা বেগম, চামেলী, বাদেনুরসহ এলাকার সর্বস্থরের মানুষ মানববন্ধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক সত্যের সন্ধান'কে জানাতে ই-মেইল করুন- sattersandhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক সত্যের সন্ধান'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।