জাহানাবাদ ইউনিয়ন মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি গোলাম রাব্বানী সাধারণ সম্পাদক মতিউর রহমান
প্রকাশিত : ১২:০৬ পূর্বাহ্ণ, ৮ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার ১৮১ বার পঠিত
নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহীর মোহনপুর উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের আওতাধীন জাহানাবাদ ইউনিয়ন মুক্তিযুদ্ধ মঞ্চের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে সভাপতি মো. গোলাম রাব্বানী ও সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান এর নাম ঘোষণা করা হয়েছে।
সোমবার (৭ ডিসেম্বর) মুক্তিযুদ্ধ মঞ্চ রাজশাহী জেলা শাখার সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক ফারজানা মুসতারি তৃষা সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী ১ বছরের জন্য এই আংশিক কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত মুক্তিযুদ্ধ মঞ্চ জাহানাবাদ ইউনিয়ন শাখা কমিটিতে আরো যারা রয়েছেন, সিনিয়র সহ-সভাপতি হয়েছেন জামিনুর রহমান কাজী, তানভীর রানা হৃদয় ও মাসুদ রানা।
যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন, জুয়েল রানা, রাসেল আলী ও সাব্বির রহমান।
সাংগঠনিক সম্পাদক হয়েছেন, সাগর আহমেদ। প্রচার সম্পাদক হয়েছেন, আরিফ অন্তর।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক সত্যের সন্ধান'কে জানাতে ই-মেইল করুন- sattersandhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক সত্যের সন্ধান'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।