জীবনের সবচেয়ে বড় সংকটের মুখোমুখি আমরা ॥ স্পেনের প্রধানমন্ত্রী
প্রকাশিত : ১২:৩৮ অপরাহ্ণ, ৫ এপ্রিল ২০২০ রবিবার ২০৯ বার পঠিত
অনলাইন ডেস্ক ॥ লা লিগা চ্যাম্পিয়নস বার্সেলোনার ভাইস প্রেসিডেন্ট জর্দি কার্দোনার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার মধ্যাহ্নে খবরটি নিশ্চিত করেছে মুন্দো দেপার্তিভো।
স্পেনের জনপ্রিয় ক্রীড়া সংবাদমাধ্যমটি আরও জানায়, করোনা পজিটিভ হওয়ার পর ‘কোনো ধরনের জটিলতা ছাড়াই’ ধীরে ধীরে ‘আরোগ্য লাভের’ দিকে এগিয়ে যাচ্ছেন কার্দোনার।
বার্সার তৃতীয় ব্যক্তি হিসেবে কোভিড-১৯ পজিটিভ হয়েছেন কার্দোনার। ৫৭ বছর বয়সী ভাইস প্রেসিডেন্টের আগে গত সপ্তাহে এই রোগে আক্রান্ত হন ক্লাবের মেডিকেল সাভির্সের প্রধান র্যামন ক্যানাল এবং হ্যান্ডবল দলের চিকিৎসক হোসেপ অ্যান্তনি গুতিরেজ। দুজনেরই করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায় ২৬ মার্চ।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক সত্যের সন্ধান'কে জানাতে ই-মেইল করুন- sattersandhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক সত্যের সন্ধান'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।