জুভেন্টাসের রোনালদোময় জয়, মিলান ডার্বি ইন্টারের
প্রকাশিত : ০৭:০৭ পূর্বাহ্ণ, ২২ সেপ্টেম্বর ২০১৯ রবিবার ৩৬১ বার পঠিত
অ্যারন রামসেকে গোল করালেন। এরপর ক্রিশ্চিয়ানো রোনালদো নিজেও পেনাল্টি থেকে পেলেন গোল। জুভেন্টাস ইতালির লিগ সিরিএ তে ২-১ ব্যবধানে ভেরনাকে হারিয়েছে। এই ম্যাচের ২০ মিনিটে গোল হজম করে জুভেন্টাস। পরবর্তীতে রোনালদোর আলোয় জয় নিয়ে মাঠ ছেড়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
২০ মিনিটে মিগুয়েল ভেরনাকে এগিয়ে দেন। ৩১ মিনিটে রোনালদোর পাস থেকে জোরালো শটে গোল করেন রামসে। ৪৯ মিনিটে পেনাল্টি থেকে গোল আদায় করেন রোনালদো।
চলতি মৌসুমে ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয়স্থানে রয়েছে জুভেন্টাস। ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে ইন্টারমিলান। রাতে মিলান ডার্বি হয়েছে। সেখানে এসি মিলানকে ২-০ গোলে হারিয়েছে ইন্টারমিলান। ব্রোজোভিচ ও রোমেলু লুকাকু গোল পেয়েছেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক সত্যের সন্ধান'কে জানাতে ই-মেইল করুন- sattersandhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক সত্যের সন্ধান'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।