তানোর কালিগঞ্জ বাজারে বণিক সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
প্রকাশিত : ০৫:০৯ অপরাহ্ণ, ১৬ জানুয়ারি ২০২১ শনিবার ১৯০ বার পঠিত
বিশ্বজিত চৌধুরী,তানোর উপজেলা প্রতিনিধি:
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রাজশাহী তানোর পৌরসভার রাজশাহীর ঐতিহ্য বাহী হাট কালিগঙহাট ব্যবসায়ী বণিক সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। কালিগঙহাট বাজারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যবসায়ীদের স্বতঃপূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মিলন মেলা পরিনত হয়। এরপর ব্যবসায়ী বণিক সমিতির ব্যবস্থাপনায় দুপুরের খাবার পরিবেশন করা হয়। সেই সঙ্গে বনভোজনে আনন্দ আড্ডায় মেতে উঠেন।দিনব্যাপী এ আয়োজনে ব্যবসায়ী সমিতির সদস্যদের অংশগ্রহণে আলোচনা সভা এবং দোয়া মাহফিলের করা হয়, বণিক সমিতির নেতৃবৃন্দ বলেন যে ২০২০ সালে আমাদের করোনায় যে পরিমাণ ক্ষতি হয়েছে তা ২০২১ সালকে করোনা মহামারী থেকে সবাই কে সৃষ্টি কতা যেন রক্ষা করেন, বিশ্ব বাসীকে যেন সুখে শান্তি তে রাখে আল্লাহর দরবারে এই কামনা করেন। অনুষ্ঠানে কালিগঙহাট ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ মোবারক আলী, সাধারন সম্পাদক মোঃ নুরুল ইসলাম ক্যাশিয়ার মহব্বত আলী, সদস্য বৃন্দ রুস্তম আলী, শামসুল আলম, ওমর আলী সমিতির উর্ধতন ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক সত্যের সন্ধান'কে জানাতে ই-মেইল করুন- sattersandhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক সত্যের সন্ধান'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।