নওগাঁর নিয়ামতপুরে অস্ত্রসহ ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশিত : ১০:৫৩ অপরাহ্ণ, ৭ ফেব্রুয়ারি ২০২১ রবিবার ৭৫ বার পঠিত
আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর নিয়ামতপুরে গোপন সংবাদ এর ভিত্তিতে ১টি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ১টি ম্যাগজিনসহ অস্ত্র ব্যবসায়ী আব্দুল হাসানকে গ্রেপ্তার করেছে র্যাব।
আজ ০৭ ফেব্রুয়ারী সন্ধা ৭ ঘটিকায় নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় র্যাব-৫ এর একটি অপারেশন টিম অভিযান পরিচালনা করে নিয়ামতপুর থানাধীন দাদরইল বোর্ড বাজার নামক এলাকা হতে ০১টি বিদেশী পিস্তল, ০৪ রাউন্ড গুলি, ০১টি ম্যাগজিনসহ অস্ত্র ব্যবসায়ী নওগাঁর নিয়ামতপুর পারইল ইউনিয়নের হিন্দুর ভায়েল গ্রামের মৃত তোফাজ্জল হোসেন পুত্র আব্দুল হাসান (৩৭) কে গ্রেফতার করে র্যাব-৫ রাজশাহী।
র্যাব-৫ রাজশাহী প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন আসামী বর্তমানে নিয়ামতপুর থানায় আছেন, এবং তার বিরুদ্বে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক সত্যের সন্ধান'কে জানাতে ই-মেইল করুন- sattersandhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক সত্যের সন্ধান'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।