নওগাঁর মান্দায় ওয়ারেন্টভুক্ত ও মাদকসেবী ৫ আসামী গ্রেফতার
প্রকাশিত : ০৫:৩০ অপরাহ্ণ, ২৪ নভেম্বর ২০২০ মঙ্গলবার ১৯৪ বার পঠিত
মোঃ আঃ মজিদ মন্ডল (সম্রাট) নওগাঁঃ
নওগাঁর মান্দায় চার জন মাদকসেবী ও একজন ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) এসআই ফারুক, নজরুল, এএসআই আব্দুল জাব্বার ও মালেক উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামীদের গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার রায়পুর গ্রামের আলেপ উদ্দিনের ছেলে হোসেন আলী (২০), কালিকাপুর গ্রামের গুল মোহাম্মদ এর ছেলে জিল্লুর রহমান (৩৫), তেঁতুলিয়া গ্রামের জলিল হোসেন এর ছেলে আল আমিন (৩২), পানিয়াল গ্রামের দুলাল হোসেনের ছেলে নাজমুল (২২), এবং তেঁতুলিয়া গ্রামের নজের এর ছেলে জলিল (৩৫)।
এব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে একজন ওয়ারেন্টভুক্ত আসামী। অন্যদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক সত্যের সন্ধান'কে জানাতে ই-মেইল করুন- sattersandhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক সত্যের সন্ধান'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।