নওগাঁয় করোনা ভ্যাকসিন প্রথমে নিলেন জেলা প্রশাসক
প্রকাশিত : ০৯:৪৩ অপরাহ্ণ, ৭ ফেব্রুয়ারি ২০২১ রবিবার ১০৮ বার পঠিত
মো.আককাস আলী,স্টাফ রিপোর্টার :-
নওগাঁয় আনুষ্ঠানিকভাবে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানের শুভ উদ্বোধন করা হয়েছে। ৭ ফেব্রæয়ারি রবিবার সকাল ১১ টায় নওগাঁ সদর হাসপাতালের নতুন ভবনের ৩য় তলায় প্রথমে জেলা প্রশাসক মোঃ হারুন অর রশিদ, পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, সিভিল সার্জন ডাঃ এ কে এম আবু হানিফ টিকা গ্রহণের মধ্য দিয়ে ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।
পরে একে একে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মেহেদী হাসান তালুকদার, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি নবির উদ্দিন ও জেলা বিএমএ -এর সভাপতি ডাঃ মোঃ হাবিবুর রহমানসহ অন্যান্যরা ভ্যাকসিন গ্রহন করেন।
সিভিল সার্জন ডাঃ এ বি এম আবু হানিফ জানিয়েছেন, নওগাঁ জেলায় ৮৪ হাজার ডোজ টিকা বরাদ্দ পাওয়া গেছে। যা দিয়ে ৪২ হাজার ব্যক্তিকে টিকা দেয়া যাবে। রবিবার জেলা সদরে ৫ টি বুথে মোট ১১০ জনকে ভ্যাকসিন প্রদান করা হয়।
এছাড়াও জেলার ১১টি উপজেলায় ৩০ বুথে এসব ভ্যাকসিন দেওয়া হচ্ছে। জেলায় এ পর্যন্ত ৬ হাজার ব্যক্তি টিকা পাওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন।#
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক সত্যের সন্ধান'কে জানাতে ই-মেইল করুন- sattersandhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক সত্যের সন্ধান'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।