নওগাঁয় কৃষক লীগের নির্বাচনী প্রচারনাসহ নৌকা মার্কাকে বিজয়ী করতে আলোচনা সভা
প্রকাশিত : ০৮:০০ অপরাহ্ণ, ১০ জানুয়ারি ২০২১ রবিবার ৬১ বার পঠিত
আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে, কৃষক লীগের উদ্যোগে আসন্ন নওগাঁ সদর পৌর নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থীকে নির্বাচত করার লক্ষ্যে, বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সন্ধা ৭ ঘটিকায় নওগাঁ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে, নৌকা মার্কাকে বিজয়ী করার লক্ষ্যে বিশেষ আলোচনা সভায় সভাপতিত্ব করেন আব্দুল ওয়াহাব আহবায়ক কৃষক লীগ নওগাঁ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেয়র পার্থী বাবু নির্মল কৃষ্ণ সাহা সহ-সভাপতি জেলা আওয়ামীলীগ,
যুগ্ন আহবায়ক কৃষক লীগ খোরশেদ আলম এর সঞ্চালনায় বক্তারা বক্তব্য বলেন, আসন্ন পৌর নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করার জন্য কৃষক লীগকে কিভাবে কাজ করলে নৌকা মার্কাকে বিজয়ী করা যাবে সে বিষয়ে আলোচনাসহ সকল নেতা কর্মীদেরকে সকল মতভেদ ভুলে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট ভিক্ষা চাইতে হবে এবং বিজয়ের জন্য অগ্রনী ভূমিকা পালন করতে হবে বলে আহবান জানানো হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রফিকুল ইসলাম নওগাঁ সদর উপজেলা চেয়ারম্যান, মোঃ ওসমান আহ্বায়ক কমিটির সদস্য কৃষক লীগ, আবুল কালাম আজাদ আহবায়ক কমিটির সদস্য কৃষক লীগ, নাসিমা আকতার আহবায়ক কমিটির সদস্য কৃষকলীগ, আজাহার আলী সভাপতি কৃষকলীগ নওগাঁ সদর উপজেলা শাখা, আত্তাব হোসেন সভাপতি পৌর কৃষকলীগ, প্রমূখ।#
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক সত্যের সন্ধান'কে জানাতে ই-মেইল করুন- sattersandhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক সত্যের সন্ধান'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।