নওগাঁয় চালক রকিকে হত্যা করে ভ্যান ছিনতাই করেছে দুর্বত্তরা
প্রকাশিত : ০৬:১৭ অপরাহ্ণ, ১৯ জানুয়ারি ২০২১ মঙ্গলবার ৫১ বার পঠিত
আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ
নিখােঁজের এক দিন পর নওগাঁ সদরের গঙ্গাকান্দি গ্রামের একটি বাঁশ ঝাঁড় থেকে চার্জার ভ্যান চালক মােঃ রকি ওরফে সজিবের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ দুপূর ২টার দিকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহতের বাড়ি নওগাঁ জেলার আত্রাই উপজেলার মির্জপুর গ্রামে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সােমবার সকালে চার্জার ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হোন রকি। রাতে বাড়ি না ফিরলে পরিবারের লােকজন অনেক খােঁজাখােঁজি করেও পাননি। আজ সকাল থেকে আত্রাই ও রাণীনগর থানা পুলিশের সাথে পরিবারের লােকজন যােগাযােগ করেন। এমতাবস্তায় দুপূরে নওগাঁ সদরের গঙ্গাকান্দি গ্রামের ফাঁকা মাঠের একটি বাঁশ ঝাঁড়ে এক ব্যাক্তির রক্তাক্ত মৃতদেহ পরে রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে পরিবারের লােকজন ঘটনাস্থলে এস মােঃ রকি ওরফে সজিবের পরিচয় নিশ্চিত করেন। পরিবারের লােকজন প্রাথমিক ভাবে ধারণা করছে, রকি ওরফে সজিবকে হত্যা করে চার্জার ভ্যান ছিনতাই করা হয়েছে।
নওগাঁ সদর থানার ওসি সােহরাওয়ার্দি হােসেন জানান, তবে অন্য কােন ঘটনা আছে কি না তা ক্ষতিয়ে দেখছে পুলিশ।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক সত্যের সন্ধান'কে জানাতে ই-মেইল করুন- sattersandhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক সত্যের সন্ধান'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।