নওগাঁয় জাতীয় পার্টির ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রকাশিত : ০৭:০৩ অপরাহ্ণ, ২ জানুয়ারি ২০২১ শনিবার ৭৯ বার পঠিত
আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয় পার্টির ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁ জেলা জাতীয় পার্টির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
আজ সকাল ১০ ঘটিকায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, ১১ ঘটিকায় প্রায়তো রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা জাতীয় পার্টিকে শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডভোকেট মোঃ তোফাজ্জল হোসেন ভাইস চেয়ারম্যান জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটি ও সভাপতি নওগাঁ জেলা শাখা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-মোঃ আনছার আলী সহ-সভাপতি জাতীয় পার্টি নওগাঁ,মোহাম্মদ ইফতারুল ইসলাম বকুল সাধারণ সম্পাদক জাতীয় পার্টি , মোঃ গোলাম মোস্তফা সহ- সাধারণ সম্পাদক জাতীয় পার্টি নওগাঁ,রাবেয়া খাতুন বেলি মহিলা বিষয়ক সম্পাদিকা জাতীয় পার্টি নওগাঁ প্রমুখ।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক সত্যের সন্ধান'কে জানাতে ই-মেইল করুন- sattersandhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক সত্যের সন্ধান'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।