নওগাঁয় ট্রাকের চাপায় মাছ চাষি নিহত
প্রকাশিত : ০৭:৫৪ অপরাহ্ণ, ২১ ডিসেম্বর ২০২০ সোমবার ৭২ বার পঠিত
আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁয় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের চাপায় মাছ চাষি ইদ্রিস আলী (৫০) নিহত হয়েছেন।
সোমবার (২১ ডিসেম্বর) ভোর ৫টায় শহরের দয়ালের মোড়ে এ দুর্ঘটনাটি ঘটেছে ।
নিহত ইদ্রিস জেলার মহাদেবপুর উপজেলার শিবরামপুর গ্রামের মৃত তছির উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, নিজ গ্ৰাম থেকে ভোরে ভটভটি যোগে ইদ্রিস আলী নওগাঁ শহরে মাছ নিয়ে আসে দয়ালের মোড়ে ভটভটি থামিয়ে পাশে চা পান করছিলেন । এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ভটভটিকে ধাক্কা দিয়ে একটি দোকানে ঢুকে পড়ে। এতে ট্রাকের চাপায় ঘটনাস্থলে ইদ্রিস নিহত হয়েছেন। ঘটনার পর ট্রাকের চলক ট্রাকটি ফেলে পালিয়ে যান।
নওগাঁ সদর থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পরেই ট্রাকের চালক ট্রাকটি রেখে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয় নি। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।#
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক সত্যের সন্ধান'কে জানাতে ই-মেইল করুন- sattersandhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক সত্যের সন্ধান'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।