নওগাঁয় নানা আয়োজনে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
প্রকাশিত : ০৯:৫০ অপরাহ্ণ, ৪ জানুয়ারি ২০২১ সোমবার ৪৪ বার পঠিত
আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁ জেলা ছাত্রলীগের নানা আয়োজনে ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। আজ সোমবার (৪ জানুয়ারি) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ নওগাঁ জেলা শাখার উদ্যোগে
নানা আয়োজনে সকাল ৯ ঘটিকায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় ০৪ নেতার প্রতিকৃতিতে পুষ্প মাল্য দান, শহীদ স্মরণে এক মিনিট নীরবতা পালন, ঘটিকায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে নানা আয়োজনে উদযাপন করা হয়।
বেলা ১১ ঘটিকায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা, আলোচনা সভা শেষে বর্ণাঢ্য রেলি বের হয়ে নওগাঁ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করিয়া আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব ও নেতৃত্ব দেন মোঃ সাব্বির হোসেন (রেজভী) সভাপতি নওগাঁ জেলা ছাএলীগ, নওগাঁ জেলা শাখা।
এ আয়োজনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নওগাঁ জেলা ছাএলীগ মোঃ আমানুজ্জামান (শিউল), সাধারণ সম্পাদক নওগাঁ জেলা মহিলা যুবলীগ ফেন্সি চৌধুরী, সভাপতি নওগাঁ জেলা মহিলা আওয়ামী লীগ পারভীন আক্তার, সাবেক আহবায়ক, নওগাঁ সরকারী কলেজ শাখা ছাএলীগের মহসিন আলী চৌধুরী, সাবেক সভাপতি নওগাঁ পৌর ছাএলীগের সত্যজিৎ, সাবেক ভিপি নাসিম আহম্মেদ, সভাপতি সেচ্ছাসেবক লীগ বিভাষ মজুমদার গোপাল।
বক্তারা জানান বাংলাদেশ ছাএলীগ এর ইতিহাস ঐতিহ্য সৃষ্টি, স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, ছাএলীগের উন্নতি কামনা করেন।
রেলির শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য নওগাঁ ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল (জন)
এসময় উপস্থিত ছিলেন মহাদেবপুর সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার, নওগাঁ সদর উপজেলা চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক নওগাঁ জেলা মহিলা আওয়ামী লীগ লিপি সাহা, সাবেক সাংগঠনিক সম্পাদক নওগাঁ সদর উপজেলা আওয়ামী লীগ, মোঃ মাসফেকুর রায়হান (মাহিন), ভাইস চেয়ারম্যান নওগাঁ সদর উপজেলা পরিষদ ইলিয়াস তুহিন রেজা, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক নওগাঁ জেলা যুবলীগ ভিপি কুদ্দুস।
সাংগনিক সম্পাদক নওগাঁ জেলা আওয়ামীলীগ মেহেদী হাসান নয়নসহ সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিত ছিলেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক সত্যের সন্ধান'কে জানাতে ই-মেইল করুন- sattersandhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক সত্যের সন্ধান'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।