নওগাঁয় হ্যালো নওগাঁ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ
প্রকাশিত : ০৬:২৮ অপরাহ্ণ, ৭ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার ৪৫ বার পঠিত
আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁ সদর উপজেলার বক্তারপুর ইউনিয়নের বাচাড়ীগ্রাম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সুবিধাবঞ্চিত অসহায় সাধারণ মানুষ এবং পথশিশুদের ১৫০ জনের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর ১২ ঘটিকায় অনলাইন ভিত্তিক সেচ্ছাসেবী সংগঠন হ্যালো নওগাঁ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শিহাব রায়হান অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), নওগাঁ। প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ রেজাউল করিম, সহ সভাপতি আতিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জিসানুল হক, আরও উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের সদস্য মাসুদ রানা, মাসুম বিল্লাহ, আরাফাত হোসেন,
মেহেদী হাসান, নাফিউ উদ্দিন, জান্নাতুন ফেরদৌস, এ ছাড়া ও উপস্থিত ছিলেন বাচাড়ীগ্রাম উচ্চ বিদ্যালয় এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ম্যানেজিং কমিটি, প্রমুখ।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক সত্যের সন্ধান'কে জানাতে ই-মেইল করুন- sattersandhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক সত্যের সন্ধান'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।