নওগাঁ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী নির্মল কৃষ্ণ সাহাকে সংবর্ধণা
প্রকাশিত : ০৯:৩১ অপরাহ্ণ, ২৯ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার ৩৩ বার পঠিত
আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ
আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে কেন্দ্রীয়ভাবে নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা মনোনীত হওয়ায় নওগাঁ জেলা আওয়ামী লীগের সকল অঙ্গসংগঠনের উদ্যোগে ঢাকা হতে আগত নেতা নির্মল কৃষ্ণ সাহাকে দুপুর সাড়ে ১২ ঘটিকায় সান্তাহার হতে রিছিপ করে মোটরসাইকেলের শোভাযাত্রার মধ্যো দিয়ে, নওগাঁর চকপ্রান প্রয়াত নেতা আব্দুল জলিল এর কবর জিয়ারত শেষে নওগাঁ জেলা আওয়ামী লীগের দলীয় অফিসে বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতা প্রয়াত নেতা আব্দুুল জলিলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও এক মিনিট নিরবতা পালন শেষে নওগাঁ জেলা আওয়ামী লীগ অফিসের সামনে, নওগাঁ পৌরসভা নির্বাচনে মেয়র পদে নৌকার প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহাকে সংবর্ধণা দেওয়া হয়েছে, সংবর্ধণা শেষে পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত পথ সভায় সভাপতিত্ব করেন, নির্মল কৃষ্ণ সাহা, সহ-সভাপতি নওগাঁ জেলা আওয়ামী লীগ, আরও বক্তব্য রাখেন পারভীন আক্তার, নওগাঁ জেলা মহিলা আওয়ামী লীগ, এস,এম,মামুজ্জামান মামুন,সাধারণ সম্পাদক জাতীয় শ্রমিক লীগ নওগাঁ জেলা শাখা, ফেন্সি চৌধুরী, সাধারণ সম্পাদক নওগাঁ জেলা যুব মহিলা লীগ, আমানুজ্জামান শিউল,সাধারণ সম্পাদক নওগাঁ জেলা ছাএলীগ, মোঃ তাজুল ইসলাম তোতা সাবেক সাধারণ সম্পাদক নওগাঁ জেলা ছাএলীগ, বক্তারা জানান আসন্ন নওগাঁ পৌর নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে নির্মল কৃষ্ণ সাহাকে জয়যুক্ত করে চলমান উন্নয়ন অব্যাহত রাখার আহবান জানান।
আজ মঙ্গলবার দুপূর ২ টায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এর আয়োজন করা হয়। এ সময় দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে, ফুলেল শুভেচ্ছা জানান মেয়র প্রার্থী নির্মল কৃষ্ণ সাহাকে।#
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক সত্যের সন্ধান'কে জানাতে ই-মেইল করুন- sattersandhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক সত্যের সন্ধান'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।