নারায়ণগঞ্জ গণপূর্ত প্রকৌশলীকে হত্যার হুমকি!
প্রকাশিত : ০৭:৩২ অপরাহ্ণ, ২১ সেপ্টেম্বর ২০১৯ শনিবার ৩৯৪ বার পঠিত
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজলের বিরুদ্ধে হত্যার হুমকি অভিযোগ এনে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির হোসাইন।
শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ফতুল্লা মডেল থানায় জীবনের নিরাপত্তা চেয়ে জিডি করেন তিনি। খালেদ হায়দার খান কাজল জেলার প্রভাবশালী এমপি শামীম ওসমান ও সেলিম ওসমানের ঘনিষ্ঠজন।
জিডিতে তিনি উল্লেখ করেন, ফতুল্লার আলীগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৮টি ১৫তলা ভবনের ৬৭২টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের দরপত্র আহ্বান করলে একমাত্র দরদাতা হিসেবে প্রকল্পটি পায় ঢাকার নয়া পল্টন এলাকার বাসিন্দা এটিএম রফিকুল ইসলামের মালিকানাধীন রফিক কনস্ট্রাকশন কোম্পানি প্রাইভেট লিমিটেড। ইতিমধ্যে এনওএ প্রদান করা হয়েছে এবং চুক্তি সম্পাদনের জন্য স্ট্যাম্প প্রিন্ট করা হয়। গত বুধবার দুপুরে ওই প্রতিষ্ঠানের অলিখিত প্রতিনিধি হিসেবে স্ট্যাম্পটি নিতে খালেদ হায়দার খান কাজল গণপূর্ত বিভাগে আসেন। আমি তখন ঢাকায় থাকাতে তিনি মোবাইল ফোনে কল করে আমাকে স্ট্যাম্প দেওয়ার জন্য অনুরোধ করেন। তখন আমি শর্ত মোতাবেক এই প্রকল্পের দরপত্র পাওয়া সংশ্লিষ্ট ঠিকাদার ও তার সাক্ষীসহ অফিসে আসার কথা বললে তিনি ক্ষেপে যান। খালেদ হায়দার খান কাজল উত্তেজিত হয়ে আমাকে মোবাইল ফোনের মাধ্যমে অকথ্য ভাষায় গালাগাল ও হত্যার হুমকি প্রদান করেন। আমাকে হুমকি দিয়ে বলেন, তুই কখন অফিসে আসবি, আসার সঙ্গে সঙ্গে তোকে মেরে ফেলবো।’
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক সত্যের সন্ধান'কে জানাতে ই-মেইল করুন- sattersandhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক সত্যের সন্ধান'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।