নোয়াখালী সুবর্ণচরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
প্রকাশিত : ১১:২৫ অপরাহ্ণ, ৭ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার ৮৫ বার পঠিত
রিয়াজ উদ্দিন রুবেল, নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নে মিশুক গাড়ির সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকালে সোনাপুর-চেয়ারম্যান ঘাট সড়কে তালতলি সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই যুবকের নাম কামাল উদ্দিন (সোহেল) (২১)। তিনি মধ্য চরবাটা গ্রামের বোরহান উদ্দিন (ধানুর) ছেলে। কামাল উদ্দিন হারিছ চৌধুরী বাজারে সুবর্ণ ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টারে মার্কেটিং ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন বলে জানান তার পরিবার।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে আনুমানিক ৯.০০ ঘটিকার সময় কর্মস্থলে যাওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় মারাত্বক আহত অবস্থায় তাৎক্ষণিক স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। আঘাত গুরুতর হওয়ায় অবস্থার অবনতি দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর অবশেষে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৩.৪৫ মিনিটে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন কর্তব্যরত ডাক্তার ও তার মামা ওসমান গনি।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) জিয়াউল হক জিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক সত্যের সন্ধান'কে জানাতে ই-মেইল করুন- sattersandhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক সত্যের সন্ধান'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।