বগুড়ার শজিমেক হাসপাতাল ১২শ’ শয্যায় উন্নীত হলো
প্রকাশিত : ০৩:৪২ অপরাহ্ণ, ২১ সেপ্টেম্বর ২০১৯ শনিবার ৩৯৩ বার পঠিত
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক) চিকিৎসা সেবা দেয়ার ১৩ বছর পর ৫০০ শয্যা থেকে ১২০০ শয্যায় রুপান্তরিত হলো। শয্যা বাড়াতে এবং বাড়তি শয্যায় রোগী ভর্তি রাখতে ৬৪ কোটি টাকা টাকা ব্যায়ে হাসপাতালের উর্ধমুখি সম্প্রসারণ করার কাজ প্রায় শেষ হয়েছে। এখন শুধু চিকিৎসক ও জনবল নিয়োগ কাঠামো পুরণ করা হলে ১২শ’ শয্যার হাসপাতালের আনুষ্ঠানিকতা হয়ে যাবে। ১৮ সেপ্টেম্বর অর্থ বিভাগ, অর্থ মন্ত্রনালয় ব্যয় ব্যবস্থাপনা অধিশাখা এক প্রজ্ঞাপনের মাধ্যমে ১২শ’ শয্যায় উন্নতি করার এই আদেশ জারি করা হয়েছে।
শজিমেক পরিচালক এর কার্যালয় সুত্রে জানানো হয়েছে, ৫০০ শয্যার হাসপাতাল হলেও রোগী ভর্তি থাকে প্রতিদিন প্রায় ১৩শ’ থেকে ১৪শ’ জন। রোগীরা বেড না পেয়ে হাসপাতালের মেঝেতে শুয়ে চিকিৎসা সেবা নিত। ফলে ৫০০ শয্যার জনবল নিয়ে ১৫শ’ রোগীকে চিকিৎসা সেবা দিতে হিমসিম খেতে হতো। রোগীদের অতিরিক্ত খাবারের জন্য সংশ্লিষ্ট বিভাগের অর্থের জন্য তাগাদা দিতে হতো। এবার ১২শ’ হওয়ায় এবং এর প্রয়োজনীয় জনবল নিয়োগ পেলে হাসপাতালের চিকিৎসার মান আরো বৃদ্ধি পাবে।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ডাঃ রেজাউল আলম জুয়েল জানান, ১৯৯৮ সালে ২৫০ শয্যার মোহাম্মদ আলী হাসপাতালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের প্রথম কার্যক্রম শুরু হয়। এরপর মেডিকেল কলেজ ও হাসাপাতাল নতুন করে অবকাঠামো নির্মাণের পর ২০০৬ সালে ৫০০ শয্যা বিশিষ্ট শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতলে শহরের অদুরে সিলিমপুরে স্থানান্তর করা হয়ে। এরপর থেকেই দিনদিন রোগীর চাপ বেড়েছে। প্রায় সব ধরণের চিকিৎসা সেবা দেয়ার কারণে এই হাসপাতালে রোগী ভর্তি হতো দিগুণ। এ নিয়ে চিঠি চালাচালি হওয়ার পর চলতি বছরের ১৮ সেপ্টেম্বর অর্থ বিভাগ, অর্থ মন্ত্রনালয় ব্যয় ব্যবস্থাপনা অধিশাখা এক প্রজ্ঞাপনের মাধ্যমে ১২শ’ শয্যায় উন্নীত করার এই আদেশ জারি করেছে। এর ফলে বগুড়াবাসীর দীর্ঘ দিনের যে দাবি ছিল তা পূরন হলো।
১২শ’ শয্যার হাসপাতলের প্রয়োজনীয় লোকবল নিয়োগের পর পূর্ণাঙ্গভাবে চিকিৎসা সেবা পাবে রোগীরা। তিনি আরো জানান, ১২শ’ শয্যার জন্য ইতিমধ্যে হাসপাতালের উর্ধমুখি সম্প্রসারণ করার কাজ প্রায় শেষ হয়েছে। এতে ব্যয় হয়েছে প্রায় ৬৪ কেটি টাকা। সাড়ে ৪ তলা থেকে ৭ তলা পর্যন্ত উর্ধমুখি সম্প্রসারণ করা হয়েছে। এই ভবনটির ভীত দেয়া আছে ১০ তলার। বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতান মাহমুদ খান রনি বলেন, বগুড়া শজিমেক হাসপাতালের শয্যা বর্ধিতকরণ সহ আরো উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। ইতিমধ্যে বর্ধিত কাজ প্রায় শেষ। ভবনগুলোর এখন রং করা হবে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক সত্যের সন্ধান'কে জানাতে ই-মেইল করুন- sattersandhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক সত্যের সন্ধান'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।