বদলগাছীতে মুক্তিযোদ্ধা দিবস পালিত
প্রকাশিত : ০৭:১৫ অপরাহ্ণ, ১ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার ১০৮ বার পঠিত
মো. রুবেল হোসেন, বদলগাছী(নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছীতে মুক্তিযোদ্ধা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার(০১ ডিসেম্বর) সকাল ১০ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ একটি আলোচনা সভার আয়োজন করে।
আলোচনা সভায় বদলগাছী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্বপ্রাপ্ত কমান্ডার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. আবু তাহির সভাপতিত্ব করেন।
এসময় বক্তব্য রাখেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী জোবায়ের আহাম্মদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জবির উদ্দিন এফ এফ, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডি এম এনামুল হক, পাহাড়পুর ইউ’পির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা তোফা, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর
রহিম বাবলু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মুহাম্মদ আজাদ, বীর মুক্তিযোদ্ধা আফাজ উদ্দিনসহ উপজেলার সকল মুক্তিযোদ্ধা।
উল্লেখ্য ২০০৭ সাল থেকে প্রতি বছর বদলগাছী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ পহেলা ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস পালন করে। পাশাপাশি পহেলা ডিসেম্বরকে জাতীয় মুক্তিযোদ্ধা দিবস হিসেবে পালনের দাবি করে আসছেন এই উপজেলার বীর মুক্তিযোদ্ধারা। প্রতিবছর বৃহৎ পরিসরে দিবসটি উদযাপন করা হলেও এবছর করোনার কারণে স্বল্প
পরিসরে সামাজিক দূরত্ব বজায় রেখে শুধু আলোচনা অনুষ্ঠান হয়।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক সত্যের সন্ধান'কে জানাতে ই-মেইল করুন- sattersandhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক সত্যের সন্ধান'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।