বরিন সাহিত্য সংসদ,তানোর রাজশাহী এর আয়োজনে “বরিনের বাতিঘর পত্রিকার ” মোড়ক উম্মোচন”
প্রকাশিত : ০৩:১১ অপরাহ্ণ, ২৬ জানুয়ারি ২০২১ মঙ্গলবার ৭১ বার পঠিত
মোঃ আলাউদ্দিন মন্ডল রাজশাহী:
রাজশাহী তানোরে শিল্প-সাহিত্য ও ইতিহাস-ঐতিহ্যের ছোট কাগজ “বরিনের বাতিঘর পত্রিকার-
আজ ২৬ জানুয়ারি, ২০২১ মঙ্গল বার,তানোর উপজেলা পরিষদ মিলনায়তনে মোড়ক উম্মোচিত হয়। উক্ত মোড়ক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো,সভাপতিত্ব করেন বরিন সাহিত্য সংসদের প্রধান উপদেষ্টা প্রভাত মৃধা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগি অধ্যাপক ড.সামিউল ইসলাম,তানোর একে সরকার ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমান শেলী,কবি মুকুল কেশরী,চাপড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান,বরিন সাহিত্য সংসদের সভাপতি কবি মঈন শেখ,সম্পাদক কবি এমদাদুল হক রেজা,সানশাইন কিন্টার গার্ডেনের অধ্যক্ষ,বকুল সরকার,উপদেষ্টা রায়হানুর রহমান বাবু,উপদেষ্টা প্রভাষক মফিজ উদ্দীন সরকার, ব্যাবস্থাপানা সম্পাদক কবি আজম মাহমুদ,শুকুমার চন্দ্র দাস,কবি আফাজ উদ্দীন কবিরাজ সহ বিভিন্ন শ্রেণিপেশার সুধী জন মোড়ক উম্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান টি পরিচালনায় ছিলেন সহ সম্পাদক রাকিব রাজ।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক সত্যের সন্ধান'কে জানাতে ই-মেইল করুন- sattersandhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক সত্যের সন্ধান'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।