বাগমারার ভবানীগঞ্জ পৌরসভা নির্বাচন ঘিরে বিভিন্ন ইউনিয়ন আওয়ামিলীগের পক্ষ থেকে ব্যাপক প্রচারণা
প্রকাশিত : ০৩:৪৮ অপরাহ্ণ, ৫ জানুয়ারি ২০২১ মঙ্গলবার ৪৪ বার পঠিত
বাগমারা প্রতিনিধিঃ
আসন্ন ১৬ জানুয়ারী ভবানীগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত নির্বাচন ঘিরে পৌর এলাকা সহ সমগ্র বাগমারাবাসীর মনে বইছে নির্বাচনী হাওয়া। দোকান-পাট, বাজার-ঘাট কিংবা পাড়া মহল্লা সব খানেই কেবল পৌরনির্বাচন। পৌর নির্বাচন উপলক্ষে আ’লীগ ও অংগ সহযোগী সংগঠনের মাঝে বিরাজ করছে উৎসাহ আর উদ্দীপনা। বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি, মেয়র আব্দুল মালেক মন্ডলকে নৌকা প্রতীকে বিজয়ের লক্ষ্যে ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছেন দলীয় নেতৃবৃন্দ।
মঙ্গলবার সকাল থেকেই নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আব্দুল মালেক মন্ডল মেয়রকে বিজয়ী করার লক্ষ্যে ঝিকরা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক প্যানেল চেয়ারম্যান মানিক প্রামানিকের নেতৃত্বে প্রচার-প্রচারণা শুরু করেন বিভিন্ন ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ। এ সময় তাঁর সাথে ছিলেন শুভডাঙ্গা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আজাহর আলী, সহ-সভাপতি সমরেশ কুমার সরকার, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুর রহমান, দ্বীপপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মাস্টার, নরদাশ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মকুল, ঝিকরা ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম প্রমুখ।
প্রচারণা কালে তারা নৌকার প্রতীকের লিফলেট হাতে নিয়ে ভবানীগঞ্জ পৌরসভার বিভিন্ন মহল্লার বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন। সেই সাথে আব্দুল মালেক মন্ডলের সময়ে পৌরসভার যে উন্নয়ন সংগঠিত হয়েছে সে সব কথা তুলে ধরেন। পাশাপাশি পৌরসভার অবশিষ্ট কাজ শেষ করতে আবারও ভোটারদের নৌকা প্রতীককে বিজয়ী করার আহ্বান জানান তারা।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক সত্যের সন্ধান'কে জানাতে ই-মেইল করুন- sattersandhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক সত্যের সন্ধান'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।