বাগমারায় অবৈধভাবে গড়ে উঠা ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের উচ্ছেদ অভিযান
প্রকাশিত : ০৯:০৬ অপরাহ্ণ, ২৩ ডিসেম্বর ২০২০ বুধবার ৮১ বার পঠিত
রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় অবৈধভাবে গড়ে উঠেছে অসংখ্য ড্রামচিমনি ইটভাটা। সরকার বিভিন্ন সময়ে অবৈধভাবে গড়ে উঠা ইটভাটায় সরকারি নির্দেশনা জারি করিলে ও কতিপয় ভাটার মালিকেরা সরকারের নির্দেশ না মেনে অবৈধভাবে গড়ে তুলেছে ড্রামচিমনি ইটভাটা। তাই এই ভাটাগুলো অবৈধ হওয়ায় (২৩শে ডিসেম্বর) বুধবার রাজশাহী পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোঃ মনির হোসেন ও বাগমারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহমুদুল হক উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
এ অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনা করার সময় উপস্থিত ছিলেন, রাজশাহী পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মোঃ মিজানুর রহমান, পরির্দশক মোঃ নাসিরুল্লাহ, উপজেলা ফার্য়ার সার্ভিসের পরিচালক মোঃ জাকির হোসেন। এই অভিযান পরিচালনা করার সময় পরিবেশ অধিদপ্তর উপপরিচালক মোঃ মনির হোসেন কে প্রশ্ন করা হলে তিনি জানান, বাগমারাতে যতগুলো অবৈধ ইটভাটা রয়েছে রাজশাহীর অন্য কোন উপজেলায় এতগুলো অবৈধ ইটভাটা নেই। তিনি আরও বলেন, এ অবৈধ ইটভাটা গুলো বন্ধ করতে আমাদের পরিবেশ অধিদপ্তরের অভিযান চলমান থাকবে। পাশাপাশি তিনি আরোও বলেন, এসব ইটভাটার কারণে ভবিষ্যৎ প্রজম্নের বড় ধরনের রোগত্রুান্ত হওয়ার সম্ভবনা রয়েছে যেমন ক্যান্সার, শ্বাসকস্ট ইত্যাদি। এছাড়াও কেমিস্ট মোঃ মিজানুর রহমান বলেন, এই অবৈধ ড্রামচিমনি ইটভাটার কারণে পরিবেশ দূষিত হয়ে পরিবেশের ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে। তাই এলাকার জনসাধারণকে সচেতন থেকে এগুলো প্রতিহত করার জন্য তিনি আহবান জানান।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক সত্যের সন্ধান'কে জানাতে ই-মেইল করুন- sattersandhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক সত্যের সন্ধান'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।