বাগমারা নির্যাতিত নারীকে সেলাই মেশিন ও কাটা কাপড় প্রদান
প্রকাশিত : ১১:২৭ অপরাহ্ণ, ২৯ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার ৩৮ বার পঠিত
রাজশাহীর বাগমারা স্বামী দ্বারা নির্যাতিত এক নারীকে বিনা মূল্যে সেলাই মেশিন কাটা কাপড় প্রদান করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টায় বাসুপাড়া ইউনিয়ন দেউলিয়া গ্রামে পারিবারিক সহিংসতার শিকার সোনালী খাতুন কে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসৃচির পক্ষে এই সেলাই মেশিন ও কাটা কাপড় প্রদান করা হয়।
আয়োজিত সেলাই মেশিন প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভবানীগঞ্জ পৌর মেয়র আব্দুল মালেক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খোন্দকার মাক্কাম্বাম মাহমুদা,ইউপি সদস্য কল্পনা আক্তার সোমা,উপজেলা হিসাব রক্ষক কর্মকর্তা হাসান হায়দার,এরিয়া ম্যনেজার প্রগতি মাসুদর হক, আঞ্চলিক ব্যবস্থাপক জিল্লুর রহমান, জেলা ব্যবস্থাপক সিইপি মমিনুল ইসলাম সহ১৪ নং পল্লী সমাজের সভার প্রধান জাহানারা বেগম,ক্যামিয়ার আঙ্গুরা বেগম, এবং ব্র্যাক সামাজিক কর্মসূচির সংগঠক আফরোজা খাতুন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক সত্যের সন্ধান'কে জানাতে ই-মেইল করুন- sattersandhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক সত্যের সন্ধান'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।