ভাসানচরে রহিঙ্গাদের পিকনিক, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
প্রকাশিত : ১০:৩৩ অপরাহ্ণ, ২১ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার ৮০ বার পঠিত
রিয়াজ উদ্দিন রুবেল, নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর ভাসানচরে ৪ হাজার রহিঙ্গার জন্য পিকনিক, বিশেষ ভোজ, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দিনব্যাপী ৫নং ক্লাস্টারের পাশে খেলার মাঠে রহিঙ্গাদের জন্য এ বিশেষ পিকনিক অনুষ্ঠিত হয়েছে।
সকাল থেকে রোহিঙ্গা শিশু ও নারীদের অংশগ্রহনে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ ছাড়াও দুপুরে তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে চট্রগ্রামের ঐতিহ্যবাহী মেজবানী। এ মেজবানীতে থাকছে ১০ হাজার কেজি চাল ও ২৮ মন মাংস। রান্না করার জন্য চট্রগ্রাম থেকে আসেছে ১৫ জন্য বাবুর্চি। বিকেলে ছিলো রোহিঙ্গাদের পরিবেশনায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক সত্যের সন্ধান'কে জানাতে ই-মেইল করুন- sattersandhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক সত্যের সন্ধান'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।