ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে গোদাগাড়ীতে পৌর আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল
প্রকাশিত : ০৯:৫৩ অপরাহ্ণ, ৬ ডিসেম্বর ২০২০ রবিবার ৫৯ বার পঠিত
মোঃ ইসহাক
গোদাগাড়ী রাজশাহী উপজেলা প্রতিনিধিঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলার প্রতিবাদ জানিয়ে গোদাগাড়ী পৌর আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০৬ ডিসেম্বর) বিকেলে গোদাগাড়ী পৌর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজশাহী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম। উপস্থিত ছিলেন পৌর মেয়র মোঃ মনিরুল ইসলাম বাবু, গোদাগাড়ী উপজেলার ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক সহ বিভিন্ন অঙ্গসংগঠনের কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
সমাবেশ থেকে কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙ্গে ফেলা,বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি ও দেশের সংবিধান ও সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্রেকারীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান নেতারা ।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক সত্যের সন্ধান'কে জানাতে ই-মেইল করুন- sattersandhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক সত্যের সন্ধান'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।