মহাদেবপুরে বিআরডিবি’র সমবায়ী সদস্যদের মাসিক যৌথসভা ও ই-প্রশিক্ষণ
প্রকাশিত : ০৯:০১ অপরাহ্ণ, ২৫ নভেম্বর ২০২০ বুধবার ৬২ বার পঠিত
ডা.আব্দুল্লাহ আল ওয়াদুদ মহাদেবপুর প্রতিনিধি :
নওগাঁর মহাদেবপুরে মঙ্গলবার বিআরডিবি’র সমবায়ী সদস্যদের মাসিক যৌথসভা ও ই-প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি (সিভিডিপি) বিআরডিবি মহাদেবপুর আয়োজিত ই-প্রশিক্ষণে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিভিডিপি’র প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) ড. মোঃ আলফাজ হোসেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিভিডিপি’র উপ-প্রকল্প পরিচালক মোঃ মোক্তার হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, বিআরডিবি নওগাঁর উপ-পরিচালক মোঃ খাদেমুল বাশার ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অনুকুল সাহা বুদু। উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সালাউদ্দীন সরকারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার হিরেন্দ্রনাথ সরকার, পত্নীতলা উপজেলা পল্লী উন্নয়ন অফিসার পোল্লাদ কুমার কুন্ডু, আব্দুল্লাহ আল-মামুন প্রমুখ। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কর্তৃক বাস্তবায়িত সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি ৩য় পর্যায় এর সমবায়ী সদস্যগণ এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক সত্যের সন্ধান'কে জানাতে ই-মেইল করুন- sattersandhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
দৈনিক সত্যের সন্ধান'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।